শীত সময়ের ছড়া

ইকবাল বাবুল | বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৫:০৩ পূর্বাহ্ণ

চাই না এখন উঠি আগেভাগে

কী রকম যেনো শির শির জাগে

ফুরফুরে সেই হিমহাওয়া এসে গাঁয়ে দিয়ে যায় ছোঁয়া

কথা বললেই কুণ্ডলি পেকে মুখ থেকে ছুটে ধোঁয়া

মন চায় না যে উঠি লেপ ছেড়ে

আম্মুটা তবু খালি আসে তেড়ে

ঝাড়ি দিয়ে বলে তাড়াতাড়ি এসো বাজে বরাবর সাত

সময়ের কাছে হয়ে পড়ি আমি অমনিতে কুপোকাত

কী করে যে তাই বেডে থাকি শুয়ে

নাস্তাটা সারি হাত মুখ ধুয়ে

যদিওবা বেশ হিম হিম লাগে শীত করে নামি নামি

তড়িঘড়ি করে ব্যাগ কাঁধে তবু ইশকুলে ছুটি আমি।

না ছুটে কি যায় পারা?

আমাকে তো পিছে, নয় মোটে মিছে; আম্মুটা করে তাড়া।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তি বিজয়ের চেতনাকে উজ্জীবিত করে
পরবর্তী নিবন্ধশিশির