শিশির

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৫:০৪ পূর্বাহ্ণ

ঘাসের ওপর পাতার ওপর শীতল শিশির বিন্দু

বুকের ভেতর লুকিয়ে রাখে ভালোবাসার সিন্ধু।

উদারতায় শিশির কতার বুকটা তো নয় রিক্ত

মায়া ঢেলে তোমাকে সে করছে অভিষিক্ত।

ভোর বিহানে সূর্য যখন ঝরায় আলোর ঝর্ণা

শিশির তোমার দুচোখ রাঙায় মেখে ফটিক বর্ণা।

টাপুর টুপুর নিশির শিশির মিষ্টি মধুর ইষ্টি

দিলাম তোমায় হিমেল হিমেল বুকের তাজা মিষ্টি

যেয়োনা গো শিশির তুমি বেলা বাড়ার সঙ্গে

শীতল ছোঁয়ায় জড়িয়ে থাকো আমার সারা অঙ্গে।

পূর্ববর্তী নিবন্ধশীত সময়ের ছড়া
পরবর্তী নিবন্ধরোদ পোহাবার দিন