শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই ইবাদত

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা

| সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

চকবাজার ওয়ার্ড : ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনুর ব্যবস্থাপনায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত ২০ জানুয়ারি চকবাজার ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় ১ হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ সময় তিনি বলেন, একজন মানুষ হিসেবে সমাজ এবং রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠিকে সাহায্য সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশ হিসেবে তৈরীর ক্ষেত্রে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে দারিদ্রমুক্ত করতে হবে। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে সমাজ উন্নয়নে কাজ করি তাহলে অচিরেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো।

ওয়ার্ড সচিব মোহাম্মদ তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারুল হক, আমিনুল হক রনজু, মঞ্জুরুল আনোয়ার মান্নান, মো. নুরুন্নবী, ইমরুল হাসান, তরুণ দাশগুপ্ত ভানু, সজল দত্ত, হাছিনা আক্তার টুনু, আজম খান, বিপ্লব দে, মো. নাহিদুল ইসলাম জাভেদ, কায়ছার হামিদ, জসিম উদ্দিন সুমন, মোহাম্মদ আমির, সাইফুল ইসলাম রুবেল, অভিক দাশ, অনিন্দ্য বৈদ্য, সাদ্দাম হোসেন ইভান, মিঠুন চক্রবর্তী, রবিউল ইসলাম রাজু, আলাউদ্দিন আরিফ, সাকিবুল ইসলাম সাকিব, এহসানুল হক ইমন প্রমুখ।

টেরিবাজার আন্দরকিল্লা হকার্স সমিতি : টেরিবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির উদ্যোগে গত শনিবার সকালে আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম আইন কলেজ মাঠে শীতার্ত সহস্রাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, তীব্র শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জীবনজীবিকার তাগিদে শীতের তীব্রতা উপেক্ষা করে কর্মজীবীদেরকে পথে নামতে হচ্ছে। এমন অবস্থায় সরকার শীতার্ত মানুষের সহযোগিতায় নানা উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগের সাথে সহায়ক শক্তি হয়ে নানা সংগঠন, ব্যক্তি প্রতিষ্ঠান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ বাস্তবায়ন করছে। এই কাজ পরম ইবাদতের কাজ।

টেরিবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুহাম্মদ শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রাশেদ, আন্দরকিল্লা ওয়ার্ড আ.লীগ সভাপতি ইকবাল হাসান, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহবায়ক মুহাম্মদ এয়াকুব, মো. আলমগীর হোসেন, উজ্জ্বল বিশ্বাস, হারুনুর রশিদ রনি, মো. বখতেয়ার, কামাল উদ্দীন চৌধুরী, নুরুল আলম লেদু, সেলিম তালুকদার, নুরুন্নবী, নবাব মিয়া, জিয়াউদ্দিন, মিজান, মো আমীর, অরুন বাবু, মামুন, আলী হোসেন, আবু তাহেরসহ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দক্ষিণ জেলা যুবলীগ : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনায় অসহায় সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের শীতবস্ত্র বিতরণ গত ২১ জানুয়ারি বিকালে আনন্দ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহরুল ইসলাম জহুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া১২ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। বক্তব্য রাখেন, মর্তুজা কামাল মুন্সি, তৌহিদুল আলম, মাঈনউদ্দীন চৌধুরী, মুরিদুল আলম মুরাদ, নুরুল আমিন, আ ন ম ফরহাদুল আলম, সাইফুল হাসান টিটু, রাজু দাস হিরো, সিরাজুল ইসলাম, আবদুল হান্নান লিটন, হাসানউল্লাহ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী, রফিকুল আলম, ইমরান উদ্দীন বশির, হারেস মোহাম্মদ প্রমুখ।

মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসা : সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর পক্ষ থেকে মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রবিবার মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম। এতে আরো উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জাগির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর, ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ জেবল আহমেদ, সিইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ খোকন, ৪১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ লোকমান হাকিম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মোঃ আলী আকবর, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মুহাম্মদ শামছুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, আরিফ, নেজাম, সাদেক প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মেয়রের সুস্থতা কামনায় মাদ্রাসার শিক্ষক মাওলানা এখলাছুর রহমান আলকাদেরী মোনাজাত পরিচালনা করেন।

সৎসঙ্গ কেন্দ্র চন্দনাইশ : গত ১৯ জানুয়ারি চন্দনাইশ উপজেলা সুচিয়া গ্রামে সৎসঙ্গ কেন্দ্র চন্দনাইশের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ১০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। সৎসঙ্গ কেন্দ্র চন্দনাইশের সভাপতি মাস্টার মিলন দাশের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৎসঙ্গ বিহার চট্টগ্রামের সভাপতি তিমির কান্তি সেন ও সৎসঙ্গ কেন্দ্র চন্দনাইশের সাধারণ সম্পাদক সুভাষ দাশ। এর আগে সকালে মাসিক সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি সৎসঙ্গ কেন্দ্র চন্দনাইশের উদ্যোগে সুচিয়া গ্রামে বিশেষ সৎসঙ্গ দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন হবে। সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক সংগঠন বটবৃক্ষের সভা
পরবর্তী নিবন্ধআল্লামা গাজী শেরে বাংলার (রহ.) বার্ষিক ওরশ ২৪ জানুয়ারি