মার্চ এলেই স্বপ্নের কথা বলে রে নদীর ঢেউ
আজ যেই শিশু জন্মেছে ঘরে তার নাম জানো কেউ?
গোলাপ ও গাদা ঘ্রাণ ছড়িয়েছে বাতাসে বাজায় বীণ
প্রাণের ছোঁয়ায় অভিষেক হয় একটি নতুন দিন।
ষোলো তারিখের রাতের শেষেই নতুন সূর্য ওঠে
চারদিকে কত আনন্দ ঢেউ পাখি ডাকে ফুল ফোটে।
আলোয় আলোয় পাতারা বাজায় মোহন বাঁশির সুর
সেই সুর যেন নিয়ে যায় দূর সাগর সমুদ্দূর।
আকাশের মেঘে ঢেউ খেলে যায় ঝরে নীল আর নীল
হাসে যেন অই পদ্ম পুকুর নেচে ওঠে বিল ঝিল।
রোদ্দুর দেখি আলপনা যেন সোনার বাংলা আঁকা
সেই প্রিয় মুখ দেখতে সবার যায় কি ঘরে থাকা?
পাড়ায় পাড়ায় ধুম পড়ে যায় খুশিতে পেখম খোলে
শিশু মুজিবুর আলো হয়ে এলো বাংলা মায়ের কোলে।