শিশু-কিশোরদের জন্য আনন্দময় পরিবেশ গড়ে তোলার আহ্বান

কলতান খেলাঘর আসরের সম্মেলন

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৮:৪০ পূর্বাহ্ণ

জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন হাটহাজারী ফতেয়াবাদস্থ কলতান খেলাঘর আসরের প্রথম সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। প্রবীণ সংগঠক আশীষ ঘোষের সঞ্চালনায় এবং দেবাশীষ পালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাংবাদিক মো. খোরশেদ আলম।

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শোভন সেনগুপ্ত, খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার সদস্য শুকলা আচার্য্য, সৌমেন চৌধুরী, সুশান্ত সেন, অধ্যাপক ত্রিদিব রায়, তড়িৎ দাশ বাবু, আশীষ ঘোষ প্রমুখ।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় শিশু কিশোরদের জন্য একটি আনন্দময় পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে অংশ নেন শেলী ঘোষ, অনন্য দে, প্রহর সিংহ, কিশোর দে প্রমুখ। অনুষ্ঠান শেষে দেবাশীষ পাল কে সভাপতি, সুশান্ত সেন কে সাধারণ সম্পাদক ও অধ্যাপক ত্রিদিব রায়কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাংবাদিক মো. খোরশেদ আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলের নবীনবরণ
পরবর্তী নিবন্ধমারকাযুল আনোয়ার ইসলামিক ইনস্টিটিউটের সবক প্রদান