শিশুদের মনোজগৎ গঠনে সুস্থ সংস্কৃতির প্রসার ঘটাতে হবে

মাইজভাণ্ডারী একাডেমির অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ৮ জানুয়ারি, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৬তম ওরশ উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠেয় চতুর্দশ শিশুকিশোর সমাবেশ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী একাডেমির সদস্য সচিব অধ্যাপক জহুর উল আলম, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, সাংবাদিক মহসিন কাজী, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম। আলোচক ছিলেন অধ্যাপক মীর মুহাম্মদ তরিকুল আলম, এম মাকসুদুর রহমান হাসনু, তানভির হোসাইন, মুহাম্মদ আবুল মনসুর, মুহাম্মদ নাসির উদ্দিন, মুর্শিদুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনে দেশের হাল ধরবে। তাই তাদেরকে এমনভাবে গড়তে হবে যাতে তাদের প্রতিভা বিকশিত হয়। তাদের প্রতিভা বিকাশে ও মনোজগৎ গঠনে সুস্থ মননশীল সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।
সাংবাদিক হাসান আকবর বলেন, আজ বর্তমান প্রজন্ম নানাভাবে অবক্ষয়ের শিকার। তাদেরকে সুপথ দেখাতে হবে। মাইজভাণ্ডারী একাডেমির এ ধরনের বুদ্ধিবৃত্তিক প্রয়াস শিশু কিশোরদের নৈতিক চরিত্র গঠনে ভূমিকা রাখবে। অধ্যাপক এ ওয়াই এম জাফর বলেন, শিশু কিশোরদের মাঝে গুণীজনদের তুলে ধরতে পারলে তারা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোররা আলোকিত জীবনের দিশা পাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ওরিয়েন্টেশন প্রোগ্রাম কাল
পরবর্তী নিবন্ধজয়নব, একজন নারী মিলিশিয়া