শিশুদের কারিগরি শিক্ষায় নিতে সরকার যথেষ্ট আন্তরিক

জেএসইউএস বাংলাবাজার শিশুশিখন কেন্দ্র পরিদর্শনে বক্তারা

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইএস) চট্টগ্রাম মহানগরীর ২নং জালালাবাদ ওয়ার্ডের বাংলাবাজার শিশু শিখন কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা থেকে আগত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সিস্টেম এনালিস্ট মুর্শিদা বেগম।

গতকাল ঝরে পড়া শিশুরা সুসজ্জিত পোশাকে উপস্থিত হয়ে অতিথিবৃন্দকে তুড়ি তালি ও নাচ গানের মাধ্যমে অভিনন্দন জানান। শিশুদের শিক্ষা বিষয়ক নানা আলোচনা, পাঠ যাচাই, চিত্তবিনোদন ও প্রশ্নোত্তরের সপ্রতীভ জবাবদানের মধ্য দিয়ে পরিদর্শন পর্বটি অনুষ্ঠিত হয়। এতে শিশুরা বঙ্গবন্ধু সম্পর্কে তাদের সুন্দর মতামত তুলে ধরেন।

শিশুদের সাথে পরামর্শমূলক আলোচনায় প্রধান অতিথি মুর্শিদা বেগম এই সব ঝরে পড়া শিশুদের শিক্ষা সমাপন শেষে কারিগরি শিক্ষার প্রসঙ্গটি পুনর্ব্যক্ত করেন।

দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ এই সব শিশুদের সাথে উপস্থিত ছিলেন জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, বিএনএফই সহকারী পরিচালক জুলফিকার আমীন, ঢাকা আহছানিয়া মিশনের এসপিএম শহীদুল হক মোল্লা, ড্যাম ভারপ্রাপ্ত জেলা ম্যানেজার মো. জিয়াউদ্দিন রিংকু, সহকারী জেলা ম্যানেজার মো. ইসমাইল হোসেন, জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) মুনজিলুর রহমান, পিএস জাফরিন চৌধুরী, পিএস সাবরিন ফারহানা, শিক্ষিকা নাছিমা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন বিভাগের কর্মশালা কাল
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর কবরে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের শ্রদ্ধা