আস্ত একটা ঘুম—
ফ্ল্যাশব্যাক, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
মাকড়শাফুল—আততায়ী শিশিরবিজ্ঞান!
লাল-নীল, নীল-লাল হাওয়া
পথগুলো হাঁটা ধরে, পাগুলো থামা।
অবশ, দীর্ঘ-হিম রাত্তির;
কথারা ছুটছে ইশারায়—
চোখেতে ফুটছে তারা, ডাকে কাছে
লাল-নীল, নীল-লাল জোনাকি,
ল্যাম্পপোস্টে চাঁদ—বাদুড়ঝোলা;
যেন অন্তর্বাস, যেন হুক খুলে দিলেই
ঝুলে পড়বে তার সমস্ত আলো নিয়ে!
হট্টগোল থেমে আছে দিনান্তে
পাঁজরে রক্তক্ষরণ, নাতিদীর্ঘ শ্বাস।
জ্যোৎস্না পড়েছে খুলে সাক্ষ্য-প্রমাণহীন
চারদিক নিশ্চুপ—স্তব্ধ হাওয়া
বোধিবৃক্ষতলে তবু এক লয়ে ভাসছে সুর,
‘বুদ্ধং শরণং গচ্ছামি
ধম্মং শরণং গচ্ছামি
সংঘং শরণং গচ্ছামি’….