শিল্পী সমিতির নির্বাচনে হেলেনা জাহাঙ্গীর

| শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:৫৬ পূর্বাহ্ণ

হঠাৎ করেই নতুন করে আলোচনায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪২৬ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন তিনি। প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম দেখা যায়। শিল্পীরা বিস্মিত। প্রশ্ন উঠেছে, কবে শিল্পী সমিতির সদস্য হয়েছেন বিতর্কিত এই হেলেনা জাহাঙ্গীর। সমিতির গঠনতন্ত্রের ৫ () ধারা অনুযায়ী বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ন্যূনতম পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অবিতর্কিত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলে তিনি পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। কার্যকরী পরিষদে তার আবেদন গৃহীত হলে তিনি পূর্ণ সদস্য পদ লাভ করবেন এবং তিনি ভোটাধিকারসহ কার্যকরী পরিষদের যে কোনো পদের জন্য যোগ্যবলে বিবেচিত হবেন। পূর্ণ সদস্য পদের জন্য আবেদনকারীকে পেশাগতভাবে অবশ্যই চলচ্চিত্র অভিনয়শিল্পী হতে হবে। খবর বাংলানিউজের। কিন্তু এ ক্ষেত্রে তার ব্যতয় ঘটেছে। ‘ভাইয়ারে’ নামের একটি বিতর্কিত সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন হেলেনা জাহাঙ্গীর। আর এক সিনেমায় অভিনয় করেই তিনি শিল্পী সমিতির সদস্য হয়েছেন। সদস্য হয়েই অংশ নিচ্ছে নির্বাচনে।আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকায় হেলেনা জাহাঙ্গীরের নাম দেখে অবাক সাধারণ শিল্পীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেশ কয়েকজন শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এ প্রসঙ্গে জানতে শিল্পী সমিতির ২০২২২৪ মেয়াদের কমিটির সাংগঠনিক সম্পাদক শাহনূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর কবে শিল্পী সমিতির সদস্য হয়েছেন আমি বা আমরা জানি না। নতুন সদস্য নেওয়ার জন্য আমাদের কমিটির কোনো মিটিং হয়নি। শুনছি ৪০ থেকে ৪৫ জন নতুন সদস্য নিয়েছে। কীভাবে নিয়েছে তা আমরা অবগত নই। নিপুণ একক সিদ্ধান্তে তাদের নিয়েছে। এ ব্যাপারে কমিটি কিছুই জানে না। এ প্রসঙ্গে জানতে বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক (মামলা চলমান) নিপুণ আক্তারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধঈদে বিটিভিতে তারকাবহুল চার নাটক
পরবর্তী নিবন্ধঈদের ৯ নাটকে মোশাররফ তানহা