শিল্পকলা একাডেমীতে ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

| শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সাংস্কৃতিক সংগঠন বিশ্বভরা প্রাণের উদ্যোগে ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের আন্তর্জাতিক কমিটির সভাপতি জাহান বশির।

বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নীপা মোনালিসা।কেফায়েতুল্লাহ কায়সারের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন জেলা কমিটির সভাপতি হাবিবা সোলতানা, আনন্দ প্রকৃতি ও মোহাম্মদ সেলিম ভূঁইয়া। উপস্থিত ছিলেন হিল্লোল দাশ সুমন, সৈকত প্রকৃতি, লিটন নন্দী, মোহাম্মদ ইব্রাহিম খলিল, রাবেয়া খাতুন শিমুল, প্রান্তিকা সাহা, সানি দাশ, রিয়াদুল মামুন সোহাগ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫২ সালে ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার শুদ্ধ চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে বিশ্বভরা প্রাণ দেশের পাশাপাশি ওপার বাংলা ভারতেও কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংশোধনী
পরবর্তী নিবন্ধচিন্ময়ী চৌধুরী