শিল্পকলা একাডেমিতে লালন স্মরণোৎসব

| সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

কুষ্টিয়াসহ সারাদেশের লালন শিল্পীদের অংশগ্রহণে লালন স্মরণোৎসব ২৩ চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে রবিবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে। লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লূপর্ণা মুৎসুর্দ্দী লোপার সার্বিক ব্যবস্থাপনায় স্মরণোৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখারুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জিএম নূর আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া লালন একাডেমির প্রিন্সিপাল ওস্তাদ আক্কাস আলী সাইজী, কুষ্টিয়া লালন একাডেমির সাধারণ সম্পাদক সেলিমু হক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন লালন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ছৈয়দ হোসেন শাহ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের উপস্থাপিকা দিলরুবা খানম।

উৎসবে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী লুপর্ণা মুৎসুর্দ্দী লোপা, রাখি শবনাম, আশালতা, চাঁদনী, শহিদুল বাউল, ক্ষেপা প্রিন্স, রফিক বাউল, জুয়েল, সুকুমার দেসহ বিভিন্ন জেলা এবং দেশ বিদেশের নামকরা শিল্পীরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, লালন কোন ধর্মের ছিলেন না। প্রতিটি ধর্মের মর্ম বাণী তার বাণীর মাধ্যমে প্রকাশ করেছেন। প্রাকৃতিক আবহাওয়া ভালো থাকলে চট্টগ্রামে এ অনুষ্ঠানে হাজার হাজার দর্শক হত। চট্টগ্রামে এ পর্যন্ত ফকির লালন শাহকে নিয়ে এ যাবৎ এতগুলো শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠান হয়নি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জিএম নুর আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রামে এত বড় লালন সংগীতের আয়োজন হওয়ার খুব কঠিন বিষয়। যারা এ ধরনের আয়োজন করেছে তারা প্রশংসার দাবিদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিচারবিভাগই একমাত্র আশা : ইমরান খান
পরবর্তী নিবন্ধকর্ণফুলী পেপার মিলে উৎপাদন বন্ধ