শিল্পকলায় রবীন্দ্র-নজরুল নৃত্য উৎসব

| বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নৃত্যশিল্পী সংসদ গত ৬ জুন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রবীন্দ্রনজরুল নৃত্য উৎসব’এর আয়োজন করে। উৎসবে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু, জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার। চট্টগ্রাম নৃত্যশিল্পী সংসদের সভাপতি শুভ্রা সেনগুপ্তার সভাপতিত্বে উৎসবে বক্তারা বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্যসংস্কৃতির আদর্শ। তাঁদের সমস্ত সৃষ্টিকর্ম আমাদের সকল কর্মে প্রেরণার উৎস। তাঁরা আমাদের চিরসঙ্গী। মিলনায়তন পূর্ণ এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ঘুঙ্গুর নৃত্য কলা, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, মায়াবী ডান্স একাডেমি, নিক্কন একাডেমি, সৃষ্টি কালচারাল ইন্সটিটিউট, কালার্স একাডেমি, দীপ শিখা নৃত্য গোষ্ঠী, নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি, চট্টল কুড়িঁ, নৃত্যময়ী একাডেমি, অনুশীলন নৃত্যকলা, পৃত্তিকা নৃত্যালয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাকিবকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন ডিপজল
পরবর্তী নিবন্ধইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের