শিল্পকলায় কিছু কথার ৫ম বর্ষপূর্তি উদযাপন

আজাদী ডেস্ক | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৪৫ পূর্বাহ্ণ

কিছু কথার ৫ম বর্ষপূর্তি উদযাপন হলো গত ২৩ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদীন আর্ট গ্যালারি হলে। সম্মাননা, কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি এবং গানের সমন্বয়ে পরিপূর্ণ ছিল এই আয়োজন। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণীজনেরা হলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী এবং আলোকচিত্রশিল্পী মউদুদুল আলম। সাজিয়া আফরিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। কবি কন্ঠে কবিতা পাঠ এবং কথামালা পর্বে অংশ নেন কবি ওমর কায়সার, সেলিনা শেলী, নাজিমুদ্দীন শ্যামল, ভাগ্যধন বড়ুয়া এবং মনিরুল মনির।
২য় পর্ব শুরু হয় ৪ জন শিশুশিল্পী মালিহা বিনতে রফিক, উমাইজা ইসলাম লাবিবা, ওয়ারিশা আফরিন টাপুর এবং ওয়াসিফা আফরিন টুপরের একক আবৃত্তির মধ্য দিয়ে। এরপরেই দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন আচরারুল হক এবং শারমিন মুস্তারী নাজু। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন অন্বেষা চক্রবর্তী শিবা। বৃন্দ আবৃত্তি পরিবেশনায় ছিলেন মৌসুমী চক্রবর্তী, অর্জন চক্রবর্তী এবং মেঘা চক্রবর্তী। একক আবৃত্তি পরিবেশন করেন পুষ্পা সর্ববিদ্যা। সঞ্চালনায় ছিলেন মৌমিতা দাশ। পুরো আয়োজনের সহযোগিতায় ছিল কালিন্দী এবং দ্যা রেমিডিস্ট।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ পেল ‘মহামায়া’
পরবর্তী নিবন্ধসাফজয়ী ফুটবলারদের খোয়া যাওয়া অর্থের দ্বিগুণ ক্ষতিপূরণ দিলেন কিরণ