শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী মামুন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার নগরীর অক্সিজেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) নিহাদ আদনান। গোয়েন্দা সূত্র জানায়, গ্রেপ্তার করার পর আবদুল্লাহ আল মামুনকে মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে বায়েজিদ থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে পাঁচলাইশ ওয়ার্ডের সাবেক কমিশনার কফিল উদ্দিন খান বাদি হয়ে হত্যার হুমকি ও চাঁদা দাবির মামলা দায়ের করেছেন। এছাড়া শাকিল আহমেদ নামের নয়াবাজার এলাকার আরেক ভুক্তভোগী জমি দখল ও চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের নামে নগরীর বায়েজিদ থানার ওয়াজেদিয়া, চালিতাতলী, হাজীরপুল, চান্দগাঁও এলাকার শমসের পাড়া, পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় নিরবে চাঁদাবাজি করে আসছেন। তার বাহিনীর অন্য সদস্যরা হলেন নূরনবী ওরফে ম্যাক্সন ও মঈনুদ্দিন রাশেদ ওরফে ভাগিনা রাশেদ। ইতিমধ্যে এদের মধ্যে সরওয়ার এবং মো. ফিরোজ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। এইট মার্ডার ছাড়াও একটি অস্ত্র মামলায় ২১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নুরনবী ওরফে ম্যাক্সন গেল বছর ভারতের কোলকাতায় আশ্রয়দাতা এক নারীর হাতে মারা গেছেন। আদালত সূত্র জানায়, সমপ্রতি একটি অস্ত্র মামলায় সাজ্জাদকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

পূর্ববর্তী নিবন্ধব্রেইন টিউমার থেকে প্রাণহানির ঝুঁকি বেশি
পরবর্তী নিবন্ধ৭৮৬