শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার আহ্বান

বাঁশখালীতে মাহমুদুল ইসলাম

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:১৫ পূর্বাহ্ণ

বাঁশখালী গার্লস কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা গতকাল বুধবার কলেজ হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিকের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম শাহ আমানত সেতু, শঙ্খ নদীর সেতুসহ দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি উন্নয়নে আমার ভূমিকা ছিল। শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী, জয়নাল আবেদীন চৌধুরী, সাবেক অধ্যক্ষ মুসা সিকদার, অধ্যাপক জমির উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া, মো. রাশেদ আলী, মো. ফজলুল কাদের, মো. মনছুর আলম, রেজাউল করিম ইউনুছ, জয়নাল আবেদীন প্রমুখ।বাঁশখালী গার্লস কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন নুসরাত জাহান নোভা, সায়মা আক্তার, উম্মে সায়মা, উম্মে হাফসা, শাবনুর আকতার, তুষী ধর, নীলাঞ্জনা চৌধুরী, রাজনিকা সুশীল প্রমুখ।

মনসা স্কুল অ্যান্ড কলেজে : পটিয়ার মনসা স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৯ নভেম্বর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম ফারুকীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল মনসুরের সঞ্চালনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনসা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির আজীবন দাতা সদস্য আবু মোহাম্মদ। বক্তব্য রাখেন কলেজের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য খায়রুল বশর, সহকারী অধ্যাপক মো. রফিক, ফারহানা হক, হামিদা বেগম, মনজু নাথ প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং টিভি ও বেতার শিল্পীরা।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সভা
পরবর্তী নিবন্ধআব্দুল মান্নান বীর বিক্রমের কবর পাকা করার উদ্যোগ