শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সচেতনতা জরুরি

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

| শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

বোয়ালখালীর কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে মহামারি করোনার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের পাঠে ধারাবাহিকতা বজায় রাখা ও এসময়ে করনীয় নিয়ে অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ। সভায় প্রধান অতিথি শফিউল আজম শেফু বলেন, শিক্ষার্থীরা যাতে মানসিক অবসাদে না ভোগে তা আমাদের লক্ষ্য রাখতে হবে। তিনি সরকারি নির্দেশনা পালন এবং বিদ্যালয় কর্তৃক বিভিন্ন মাধ্যমে পাঠগ্রহণে শিক্ষার্থীরা যাতে যুক্ত হয় সেদিকে অভিভাবকদের সতর্ক দৃষ্টি কামনা করেন। আলোচনা করেন শিক্ষানুরাগী শাহাদাত পারভেজ মিথুন, উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, শুভাশীষ নাথ। বিভিন্ন বিষয়ে অভিভাবকদের অবহিত করেন দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, প্রকাশ ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদা পাড়ে মাটি চাপায় যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ