রাঙামাটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৭:৪১ পূর্বাহ্ণ

রাঙামাটির বরকলে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদবিহীন ওষুধ জব্দ করেছে। গত বৃহস্পতিবার ভূষণছড়া বাজারে মেয়াদবিহীন ওষুধ রাখা এবং ড্রাগ ও ট্রেড লাইসেন্স না থাকায় শাকিল আহামেদ ও এবিএম রফিকুল ইসলামের মালিকাধীন দুটি ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মো মামুনর রশীদ মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ মেম্বার, প্যানেল চেয়ারম্যান আব্দুস ছবুর তালুকদার, রুহুল আমিন মেম্বার, জলিল মেম্বার, বরকল থানার এসআই কামাল, এএস আই সিরাজ।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি ভূষণছড়া আইডিয়াল কলেজ পরিদর্শন করেন এবং বড়কুরাদিয়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী উক্ত কলেজের স্থায়ী ক্যাম্পাস করার জায়গাটি পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সচেতনতা জরুরি
পরবর্তী নিবন্ধদৈনন্দিন রুটিন অনুসরণ করে পড়াশোনা চালিয়ে যেতে হবে