শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে বহুমুখী সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধনকালে ফজলে করিম চৌধুরী

রাউজান প্রতিনিধি | সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:৩৮ পূর্বাহ্ণ

রাউজানে শুরু হয়েছে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্তরে এই মেলার উদ্বোধন করেন রেল পথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এ সময় তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বিজ্ঞানী। মানব কল্যাণে ভূমিকা রাখবে এমন উদ্ভোবনী বিষয়কে প্রধান্য দিয়ে তাদের মেধাকে বিকশিত করার প্রেরণা জোগাতে হবে। শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে বহুমুখী সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা এই সুযোগকে এখন কাজে লাগিয়ে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাচ্ছে।
৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান স্টল সাজিয়ে মেলায় অংশ নেয়। শিক্ষার্থীরা স্টলে নিজেদের উদ্ভাবনী চিন্তা প্রদর্শন করে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিঙন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌর মেয়র জরিম উদ্দিন পারভেজ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, থানার ওসি আব্দুল্লাহ্‌ আল্‌ হারুন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. নুরে আলম দীন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২(রাউজান) জেনারেল ম্যানেজার এম আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, শিক্ষক বিলাস কান্তি দে, শিক্ষার্থী কামরুল মাহি, সাগরীকা দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবার দেশসেরা চা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর
পরবর্তী নিবন্ধসরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে