সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে

সমাজসেবা দিবসের সভায় বিভাগীয় কমিশনার

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১১:৩৯ পূর্বাহ্ণ

সমাজসেবা অধিদফতর চট্টগ্রামের উদ্যোগে গত ২ জানুয়ারি ২৩তম জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নানা কমর্সূচির আয়োজন করা হয়। থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ছিল স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক উৎপাদিত পণ্য ও সেবার প্রদর্শনী, আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের পরিচালক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহার যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওয়াহীদুল আলম। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, উপপরিচালক হাসান মাসুদ, প্রফেসর (ডা.) বাসনা মুহুরী, মমতার প্রধান নির্বাহী লায়ন রফিক আহমদ, জাহাঙ্গীর আলম। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কাসেম, অধ্যক্ষ মোহাম্মদ কামরুল পাশা ভুঁইয়া, অধ্যক্ষ মো. আফতাব উদ্দিন চৌধুরী, আশরাফ উদ্দিন, জোবায়ের আলম, মোহাম্মদ আলমগীর, তাসনিম আকতার, পারুমা বেগম প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন। সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে। এক কথায় সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে বহুমুখী সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধবেদুইনদের কাছ থেকে বিলুপ্ত প্রজাতির সাপ ও বেজি উদ্ধার