শিক্ষকদের নিজেদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে ছড়াতে হবে

রাউজানে কর্মশালায় এম এ মালেক

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

রাউজানে মাধ্যমিক শিক্ষা বিভাগ আয়োজিত শিক্ষকদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, সময় ও জীবন হচ্ছে আমাদের নিত্যদিনের শিক্ষক। অভিজ্ঞতা ও নিজেদের ভিতরে থাকা শিক্ষাকে স্ফুলিঙ্গের মতো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে শিক্ষকদেরকেই। তিনি বলেন, শিক্ষকদের নৈতিকতা, বিচক্ষণতা, সৃজনশীলতা থেকে সহজেই শিক্ষার্থীরা আহরণ করতে পারে জ্ঞান।
গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সহযোগিতায় মাধ্যমিক শিক্ষকদের ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জন বিষয়ক কর্মশালায় তিনি উপরোক্ত বক্তব্য রাখছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলানায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জমান।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর কাঠের নষ্ট ট্রলার রূপসায় স্টিলের ভ্যাসেল!
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা