শাহ আমানতে শারজাহ ফেরত যাত্রীর কাছ থেকে ৯৫ কার্টন সিগারেট জব্দ

আজাদী অনলাইন | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৯৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এয়ার এরাবিয়ার জি৯-৫২১ ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ শফিকুল হকের ব্যাগেজ থেকে সিগারেটগুলো পাওয়া যায়। বাংলানিউজ
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনার প্রভাব কমে আসায় ক্রমে স্বাভাবিক হচ্ছে বিমানবন্দর। বাড়ছে বিমানবন্দর এলাকার প্রাণচাঞ্চল্য, যাত্রী ও ফ্লাইটের সংখ্যা। তাই বিমানবন্দর কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোরাচালান, রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নিয়েছে।
এরই ধারাবাহিকতায় বিমানবন্দর এনএসআই টিম ও কাস্টমস কর্মকর্তারা যৌথভাবে ঐ যাত্রীকে চ্যালেঞ্জ করে সিগারেটগুলো জব্দ করে। প্রতি কার্টন সিগারেট বাজারে ২ হাজার টাকায় বিক্রি হয়।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা আকতার বলেন, “সিগারেট পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। এরপর কাস্টম হাউসের নিলাম শাখায় পাঠিয়ে দেওয়া হয়। স্বর্ণের বার ২টি পর্যন্ত ঘোষণা দিলে শুল্ককর পরিশোধ করে নিয়ে যেতে পারেন যাত্রী। যদি কাউকে চ্যালেঞ্জ করে স্বর্ণের বার পাওয়া যায় সেক্ষেত্রে ২ বার হলে শুল্ককরের পাশাপাশি জরিমানা দিয়ে নিতে পারেন যাত্রী। স্বর্ণের পরিমাণ বেশি হলে মামলা হয়ে যায়।”

পূর্ববর্তী নিবন্ধআটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো ডাকসুর সাবেক ভিপি নূরকে
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা