শাহ্‌ আমানত খান (রহ.)’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ২:১১ অপরাহ্ণ

হযরত শাহ্‌ আমানত খান (রহ.)’র বার্ষিক ওরশ গতকাল রোববার বাদে জোহর হতে যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে জেল রোডস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাদে আসর দরবার প্রাঙ্গণে হযরত শাহ্‌ আমানত খান (রহ.)’র জীবন ও কর্মের উপর আলোচনা, খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, খতমে খাজেগান, খতমে ইউনুচ, মিলাদ কিয়াম ও আখেরী মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়। আখেরী মুনাজাত করেন দরবারের শাহজাদা শাহ্‌সুফী ইজাজ উদ্দিন আজিম খান নক্‌শবন্দী মুজাদ্দেদী (ম.জি.আ.)। আলোচনায় শাহজাদা শাহ্‌সুফী ইজাজ উদ্দিন আজিম খান নক্‌শবন্দী মুজাদ্দেদী (ম.জি.আ.) বলেন, হযরত শাহ্‌ আমানত খান (রহ.)’র আধ্যাত্মিক ক্ষমতার প্রভাব অপরিসীম এবং এ মহান সাধক চট্টগ্রাম শহরে কুতুবিয়তের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে চট্টগ্রাম নগরী পর্যায়ক্রমে তিলোত্তমা নগরীতে পরিণত হয়ে আজকের এই অবস্থান। ওরশ মাহফিলে উপস্থিত ছিলেন শাহজাদা মুহাম্মদ ফাইয়াজ আদহাম খান সাদমানসহ দরবারের অসংখ্য শাহজাদা, দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা, পীর মাশায়েখ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপটা রোমেই গেল
পরবর্তী নিবন্ধশাহসুফি আমানত খান (রহ.)’র ওরশ সম্পন্ন