শাহেনার স্বপ্ন পূরণ করল লায়ন্স ক্লাব চিটাগাং

নতুন ভ্যান উপহার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ১১:২৪ পূর্বাহ্ণ

একটি ভ্যানের স্বপ্ন দেখা সেই শাহেনার পাশে দাঁড়ালো লায়ন্স ক্লাব অফ চিটাগাং মেট্রোপলিটন। শাহেনাকে একটি নতুন ভ্যান উপহার দিয়েছে লায়ন্স ক্লাবটি। গতকাল মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে পাহাড়তলী ডেবার উত্তর পাড়স্থ বাসার সামনে ভ্যানটি শাহেনার হাতে তুলে দেয়া হয়। এই সময় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর জোন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর, লায়ন্স ক্লাব অফ চিটাগাং মেট্রোপলিটনের প্রেসিডেন্ট লায়ন ফজলে করিম, সেক্রেটারি লায়ন কাঞ্চন মল্লিক উপস্থিত ছিলেন।
স্বামীর মৃত্যুর পর দুই বিবাহযোগ্য কন্যাসন্তানকে নিয়ে অকূল সাগরে পড়া শাহেনা পাহাড়তলীর আবু বেকারির পণ্যসামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ শুরু করেন। আবু বেকারি থেকে ভ্যান ভাড়া নিয়ে তিনি দোকানে দোকানে বিস্কুট চানাচুর পাউরুটিসহ নানা পণ্য বিক্রি করে আসছিলেন। কিন্তু ভ্যানের ভাড়া বাবদ প্রতিমাসে লাভের প্রায় তিন হাজার টাকা বেকারিকেই প্রদান করতে হয়। একটি ভ্যানের অভাবে লাভের টাকা ভাগ হয়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন শাহেনা। নিজের একটি ভ্যান কেনার জন্য ঋণ করলেও সেই টাকা অসুখের পেছনে খরচ করতে হওয়ায় ভ্যান কেনার স্বপ্ন অধরা থেকে যায়। দৈনিক আজাদীতে এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন শাহেনার স্বপ্ন পূরণে এগিয়ে আসে। ক্লাবের পক্ষ থেকে একেবারে নতুন একটি ভ্যান তৈরি করে গতকাল শাহেনার হাতে তুলে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধসরাসরি শুটিংস্পটে পার্নো মিত্র