শার্টে রক্তের দাগ, হত্যায় ‘জড়িত’ ৬ জন

| মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৯ পূর্বাহ্ণ

নেশায় আসক্ত যুবকের শার্টে লেগে থাকা রক্তের দাগ থেকে চট্টগ্রামের পতেঙ্গায় এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন আলমগীর (২৩), তানভীর হোসেন মীম (১৮), জাহিদ হোসেন ইমন (১৮), আলী আকবর (২০), মো. নাসিম (২০) ও মনির উদ্দিন হৃদয় (২০)। এদের মধ্যে আলমগীর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি নেশায় (সলিউশন বা আঠা) আসক্ত বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজের।
গত রোববার স্থানীয় লোকজন খেজুরতলা বেড়িবাঁধে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করা হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, লাশ উদ্ধারের পর টানা অভিযান চালিয়ে রাতের মধ্যেই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, লাশ উদ্ধারের পর আমরা ঘটনাস্থলের আশেপাশের এলাকায় নজরদারি শুরু করি। সেখানে কিছু গাম পার্টিকে (সলিউশেন বা আঠার ঘ্রাণে আসক্ত) আটক করে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে আমরা আলমগীর নামের ২৩ বছর বয়সী এক যুবকের সন্ধান পাই। যার শার্টে রোববার রাতে রক্ত দেখতে পেয়েছিল স্থানীয় একজন। রক্তমাখা শার্টটি উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, আলমগীরকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে প্রথমে জানিয়েছিল, দুর্ঘটনায় আহত একজনকে তুলে দিতে গিয়ে তার শার্টে রক্ত লেগেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদে এবং তার সহযোগীদের তথ্যে আমরা নিশ্চিত হয়েছি আলমগীর ওই হত্যায় জড়িত। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে খেজুরতলা বেড়িবাঁধে ছিনতাইকারীদের কবলে পরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় তার বুকে, পিঠে, কাঁধে ছুরিকাঘাত করে এবং সেখানেই তার মৃত্যু হয়। রাত ১টার দিকে বেড়িবাঁধের ওয়াকওয়ে ধরে মুসলিমাবাদেরর দিক থেকে ইপিজেডের দিকে আসার পথে খেজুরতলা পেয়ারা কুটির এলাকায় আউটার রিং রোডের ওয়াকওয়েতে আলমগীর তার পথরোধ করে নাম, ঠিকানা জিজ্ঞাসা করে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চেম্বার সভাপতি ভারত গেলেন
পরবর্তী নিবন্ধদেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে আ.লীগ নেতা-কর্মীরা প্রস্তুত