শান্তি আলোচনা চলার মধ্যেই আফগানিস্তানে লড়াইয়ে নিহত ৭৪

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানজুড়ে নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে তালেবান যোদ্ধাদের কয়েকটি লড়াইয়ের ঘটনায় অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। রোববার রাতভর চলা এই সংঘর্ষের ঘটনায় আরও বহু লোক আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছেন আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা শুরু হওয়ার পর দুই পক্ষের মধ্যে লড়াইয়ের সবচেয়ে রক্তাক্ত দিন ছিল এটি। দোহায় দুই পক্ষের মধ্যে আলোচনায় এক সপ্তাহেরও বেশি সময় পার হওয়ার পরও অগ্রগতি সামান্য, বিশেষ করে যুদ্ধবিরতির বিষয়ে। অনেক দেশ যুদ্ধবিরতির আহ্‌বান জানালেও তালেবান তা প্রত্যাখ্যান করেছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্টের সমালোচনাকারী চীনা ধনকুবেরের ১৮ বছর জেল
পরবর্তী নিবন্ধইতালিতে পার্লামেন্টের আকার এক-তৃতীয়াংশ কমানোর পক্ষে জনরায়