ইতালিতে পার্লামেন্টের আকার এক-তৃতীয়াংশ কমানোর পক্ষে জনরায়

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

ইতালির পার্লামেন্টের আকার এক- তৃতীয়াংশ হ্রাস করার পক্ষে ভোট দিয়েছেন দেশটির নাগরিকরা। প্রায় সব ভোট গণনা করার পর দেখা গেছে, প্রয় ৭০ শতাংশ লোক পার্লামেন্টের আকার পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। গণভোটে জনতার এই রায়ের পর ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য সংখ্যা ৬৩৪ জন থেকে হ্রাস করে ৪০০ জনে এবং সিনেটের আসন সংখ্যা ৩১৫টি থেকে নামিয়ে ২০০-তে আনা হবে। ২০২৩ সালের সাধারণ নির্বাচনের আগেই এই পরিবর্তন বাস্তবায়িত করতে হবে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধশান্তি আলোচনা চলার মধ্যেই আফগানিস্তানে লড়াইয়ে নিহত ৭৪
পরবর্তী নিবন্ধফিনসেন ফাইলস কী