শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর নামে সমন

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহপ্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে এই মামলা করেন তিনি। তার জবানবন্দি শুনে মহানগর হাকিম আরাফাতুল রাকিব মামলা গ্রহণ করে বিবাদী রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। পরে আইনজীবী মো. খাইরুল হাসানকে সঙ্গে নিয়ে আদালতের বাইরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। খবর বিডিনিউজের।

তিনি বলেন, আমি মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। সেখান থেকে মহামান্য আদালতের কাছে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। আজ আমি আদালতে মামলাটা দায়ের করেছি। আদালত সমস্ত কিছু দেখেছেন এবং আমলে নিয়েছেন। আমি আশা করছি মহামান্য আদালতের কাছে ন্যায়বিচার

পাব। তবে মামলা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বলতে চাননি এই আলোচিত চলচ্চিত্র অভিনেতা। তিনি বলেন, সমসাময়িক সমস্ত ঘটনা নিয়ে দুই একদিনের মধ্যে একটা প্রেস কনফারেন্স করব। আপনাদের সাথে সেখানেই বিস্তারিত আলাপ করব।

শাকিব খানের আইনজীবী অ্যাডভকেট মো. খাইরুল হাসান বলেন, সিএম সাহেবের আদালতে বাংলাদেশ দণ্ডবিধি ৩৮৫ ও ৫০৬ ধারায় অভিযোগ দাখিল করেছি। আদালত আমলে নিয়েছেন। আমরা আরও একটি মামলা করব। সেটি সময় হলে জানাব।

অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। এতে শাকিবের নায়িকা সিবা আলী খান। পাঁচ বছর আগে কাজ শুরু হলেও সিনেমাটি এখনও মুক্তি পায়নি। গত ১৫ মার্চ দেশে এসে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও চলচ্চিত্র শিল্পী

সমিতিতে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। তাতে শাকিব খানের বিরুদ্ধে প্রযোজকের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ করার পাশাপাশি বলা হয়, ২০১৭ সালে সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ও করেন শাকিব খান, যা নিয়ে মামলাও হয়। রহমত উল্লাহর অভিযোগের পর গত

শনিবার রাতে গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা করতে যান শাকিব খান। থানা থেকে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরদিন ডিবি কার্যালয়ে গিয়ে নালিশ করেন শাকিব। পরে শাকিব খান সাংবাদিকদের বলেন, তাকে হেয় করার উদ্দেশে রহমত উল্লাহ এসব অভিযোগ তুলেছেন। অপারেশন অগ্নিপথ

সিনেমাটির প্রযোজক জানে আলম নামে একজন উল্লেখ করে শাকিব খান বলেন, রহমত উল্লাহর সঙ্গে তার কোনো লেনদেনই হয়নি। শুধু প্রবাসী বাংলাদেশি হিসেবে দেখা হয়েছিল। রহমত উল্লাহকে ‘প্রতারকবাটপার’ আখ্যায়িত করে এই চিত্রনায়ক বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এরপর শাকিব

খানের ওই বক্তব্য ‘মানহানিরকর’ দাবি করে সেজন্য ক্ষমা চাইতে এ চিত্রনায়ককে উকিল পাঠান রহমত উল্লাহ। গত বুধবার সন্ধ্যায় ফেইসবুকে নোটিসের ছবি প্রকাশ করে তিনি লেখেন, গতকাল (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টার সময় এই লিগ্যাল নোটিস গ্রহণ করেছেন প্রাপক।

যেহেতু বিষয়টি আইনি পদেক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য আমি দেব না। এখন থেকে এই বিষয়ে যে কোনো ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন। নোটিসে রহমত উল্লাহর আইনজীবী বলেছেন, তার মক্কেল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বৈত

নাগরিক। তিনি প্রতিষ্ঠিত চলচ্চিত্র প্রযোজক। তার বাবা প্রয়াত ওয়ালী আহমেদ ছিলেন কুমিল্লা৩ আসনের সংসদ সদস্য। উকিল নোটিসের বিষয়টি সামনে আসার পরদিনই রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান।

পূর্ববর্তী নিবন্ধনতুন পরিচয়ে নিশো-মেহজাবীন
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিস আয়োজিত ফুটবল প্রশিক্ষণের সমাপনী