শহীদ মিনারে ফুল দিয়ে শিশুটি যা নিয়ে যাবে
তা তার জীবনে লাগাবে কাজে।
আমিও কামনা করি- ও যা নিয়ে যাবে
তা যেন সারাটি জীবন জুড়ে বাজে।
শহীদ মিনারের এই অমোঘ সঙ্গীত যেন
আলোকিত রাখে শিশুর প্রতিভা।
সে একদিন বড় হবে- নাগরিক হয়ে উঠবে গড়ে।
নিজেকে নির্মাণে যেন এই মন্ত্র ব্যবহার করে।
এইখান থেকে যেন খুঁজে পায় চলার রাস্তা।
শিশু ফিরে যাক
পুষ্প শোভিত শহীদ মিনারের
সুন্দর বুকে করে।