শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মুসলেহ্‌উদ্দিন মুহম্মদ বদরুল | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ৯:০০ পূর্বাহ্ণ

আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এদিনে বিজয়ের আগ মুহূর্তে দখলদার পাক বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম ভাবে হত্যা করেছিল। জল্লাদ বাহিনী যখন বুঝতে পেরেছিল যে, তাদের পতন অত্যাসন্ন তখন তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য বেছে বেছে বাঙালি বুদ্ধিজীবীদের একটি তালিকা তৈরি করে এবং সেই অনুযায়ী রাতের আঁধারে চোখ-মুখ-হাত বেঁধে ধরে নিয়ে তাদের জিঘাংসা চরিতার্থ করে।

১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ এদেশের প্রতিটি মুক্তিকামী আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি বাংলার কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষক, সাংবাদিক , ডাক্তার, প্রকৌশলী, সংগীত শিল্পী, চলচ্চিত্র শিল্পী, সংস্কৃতি কর্মী যাঁর যাঁর অবস্থান থেকে সক্রিয় অংশ গ্রহণ করেন। একদিকে রাজনৈতিক জাগরণ আর অন্যদিকে বরেণ্য বুদ্ধিজীবীদের সাহিত্য ও সাংস্কৃতিক জাগরণ এই দু’য়ের যোগফলের অনিবার্য পরিণতি হচ্ছে একটি লাল সবুজের পতাকা তথা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। আজকের এই শোকাবহ দিনে জাতির শ্রেষ্ট সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

পূর্ববর্তী নিবন্ধআমিতো শূন্য এক
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে