শরৎ রূপ

লিপি তালুকদার | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

শরতের এই হিমেল পরশ
লাগলো মনে তাই,
সবাই মিলে সুর মিলিয়ে
আনন্দের গান গাই।

সকালে শিউলি ঝরা ফুল
শিশিরের জল ছোঁয়া,
মন বাতায়নে পরশ মেলে
কাঁশবনের হাওয়া।

শরতের আকাশে খেলে
সাদা মেঘের আনাগোনা,
শীতল নদী বয়ে চলে
চঞ্চলা মন আনমনা।

এমন দিনে চুপটি করে
বসে কি আর থাকি,
মন আমার শরতে হারায়
রংতুলিতে শরৎরূপ আঁকি।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নগুলো পুড়ে যায় যখন বাস্তবতার কাছে হেরে যায়
পরবর্তী নিবন্ধনারী ফুটবলাররাই আমাদের ফুটবল অঙ্গনের শ্রেষ্ঠ সম্পদ