শরৎ ঋতু

মোহাম্মদ মুজিবুল হক

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৩ পূর্বাহ্ণ

আকাশ জুড়ে খণ্ড মেঘের
সাদা ভেলা ভাসে;
শিশির ভেজা রোজ সকালে
শিউলি ফুল হাসে।
মাঝি ভাইয়া গান গেয়ে যায়
ভাটিয়ালীর সুরে;
সওদা বোঝায় নৌকা নিয়ে
ছুটে চলে দূরে।
কাশ বাগানে সাদা ফুলের

বাহার দেখি কতো;
হালকা হাওয়ায় তার উপরে
ঢেউ খেলে যায় শতো।
শরৎ ঋতু ব্যস্ত থাকে
বাদ্য বাজনা নিয়ে;
অবশেষে যায় যে চলে
খুশির ছোঁয়া দিয়ে।

পূর্ববর্তী নিবন্ধমোতাহের হোসেন চৌধুরী : মুক্তবুদ্ধি চর্চার পুরোধা ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধশিক্ষার মাধ্যমে মেয়েরা এগিয়ে যাচ্ছে