শিক্ষার মাধ্যমে মেয়েরা এগিয়ে যাচ্ছে

খাদিজাতুল খুবরা শিফা

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

কন্যা অর্থ মেয়ে। আর মেয়ে মানে নিম্নমধ্যবিত্ত পরিবারের বিরাট একটা অপরাধ। এখনো আমাদের সমাজে গ্রামাঞ্চলে মেয়ে জন্ম নেয়াকে মন্দ চোখ দেখে। আত্মীয় সমাজ অবহেলা করে। সমাজে এমন নীতি. পরিবারে এমন প্রথা। তারপরও হাজার কষ্ট ও পরিশ্রম করে সাফল্য অর্জন করতে হয়। সমাজে নীতি পরিবারের প্রথাকে পিছিয়ে ফেলে শিক্ষার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডা.দিপু মনি, স্পিকার শিরিন শারমিন সবাই দক্ষতার সাথে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। শিক্ষার মাধ্যমে প্রতিটি মেয়ে দেশের সম্পদে পরিনত হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘরে ৩ জন সন্তান সরকারি চাকরি পেয়েছে তাদের মা বাবাকে রত্না গর্ভা পুরস্কার ব্যবস্থা করেছেন। আমাদের মেয়েদের সাফল্য প্রেরণা, উৎসাহ, উদ্দপনা, প্রচেষ্টা একজনের অবদান অনস্বীকার্য,, যাকে আমরা মানবতার মা হিসেবে পেয়েছি তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ প্রধানমন্ত্রী। জয় বাংলা।

পূর্ববর্তী নিবন্ধশরৎ ঋতু
পরবর্তী নিবন্ধশান্তিতে থাকুন প্রিয় লিলিবাট