শয্যা ও রোগীর সংখ্যা অনুপাতে বাজেট-বরাদ্দ প্রাপ্তি নিশ্চিত করতে হবে

ডা. সুশান্ত বড়ুয়া।। সদস্য সচিব, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি

| মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৪:৪২ পূর্বাহ্ণ

এ বরাদ্দ কেবল অপ্রতুল ও বৈষম্যমূলকই নয়, এটি চট্টগ্রামের স্বাস্থ্য খাতের প্রতি অবজ্ঞার শামিল। এমন বৈষম্যের পেছনে কোন যুক্তি থাকতে পারে না। এর জন্য চট্টগ্রামবাসীর কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাবদিহি করা উচিত। বৃহত্তর চট্টগ্রামের কয়েক কোটি মানুষের চিকিৎসায় এই হাসপাতালটিই (চমেক হাসপাতাল) একমাত্র ভরসাস্থল। বিশেষ করে গরীবঅসহায় রোগীদের জন্য। তারা অনেকটা বাধ্য হয়েই এ হাসপাতালে চিকিৎসা নিতে আসে।

তাই গরীব রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হলে শয্যা ও রোগীর সংখ্যা অনুপাতে হাসপাতালের বাজেটবরাদ্দ প্রাপ্তিও অবশ্যই নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপেটে ইয়াবা বিস্ফোরণ!
পরবর্তী নিবন্ধআজ আত্মসমর্পণ করতে যাচ্ছেন ট্রাম্প