শব্দ দূষণ প্রতিরোধে কর্মশালা

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

‘শব্দ দূষণ বন্ধ করুন, নিজে থাকুন অন্যকে সুস্থ থাকতে দিন’- স্লোগানে গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় নগরীর জিইসি মোড়ে সেভ গার্লস ওয়ার্ল্ডওয়াইড এর আয়োজনে শব্দ দূষণ প্রতিরোধে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। নাসরিন হীরার সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন আবৃত্তিশিল্পী ও লেখক দিলরুবা খানম।

এতে প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসাইন। সেভ গার্লস ওয়ার্ল্ডওয়াইড এর সভাপতি সুজন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রোটারিয়ান প্রদীপ কুমার দাশ, ক্রীড়া সংগঠক সৈয়দ মো. নাফিস উদ্দিন। আরো বক্তব্য রাখেন সৈয়দ মো. জাকির হোসেন, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন জাফর, সংগঠক মো. লিটন ও অভিষেক বড়ুয়া। উদ্বোধক দিলরুবা খানম বলেন, শব্দ আমাদের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম।

শব্দের মাধ্যমে অন্য সবকিছুর সাথে যোগাযোগ স্থাপন করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক মাত্রা ৪০-৫০ ডেসিবেল। কিন্তু ঢাকা সহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে শব্দের মানমাত্রা ১৩০ ডেসিবল ছাড়িয়ে গেছে। যা খুবই উদ্বেগের বিষয়। ইতোমধ্যে দেশের প্রায় ১২% মানুষের শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। বাড়ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ফুসফুস জনিত রোগ, মস্তিষ্ক বিকৃতি, স্মরণশক্তি হ্রাস ও মানসিক বিভিন্ন সমস্যা। তাই শব্দ দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধজড়িতদের গ্রেপ্তার দাবি সিপিবির