শফিক বসাক এন্ড কোংয়ের শট পিচ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

শফিক বসাক এন্ড কোং (চার্টার্ড একাউন্টটেন্টস) এর ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত শট পিচ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত ২২ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে এসবিসি টাইটান্টস ৫ উইকেটে সানরাইজার্স অব এসবিসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চকবাজারের কাতালগঞ্জে স্থানীয় টার্ফে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এসবিসি টাইটান্টসের অধিনায়ক জাহিদ হাসান। এমদাদুল হক রনির অধিনায়কত্বে ব্যটিংয়ে নেমে সানরাইজার্স অব এসবিসি নির্ধারিত ১২ ওভারে ৫৮ রানের টার্গেট দেয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মেহেদি হাসান। জবাবে এসবিসি টাইটান্টস ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন হাবিবুল হোছাইন কোহেল। ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বিজয়ী দলের অধিনায়ক জাহিদ হাসান। এছাড়া টুর্নামেন্টে মোট ১১৭ রান ও ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন তৌসিফুর রহমান। খেলা শেষে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অংশীদার সম্পদ কুমার বসাক, এফসিএ। বিশেষ অতিথি ছিলেন আয়কর আইনজীবী বাহার উদ্দিন, আয়কর আইনজীবী সরোয়ার আলম ও প্রতিষ্ঠানের ম্যানেজার সন্তোষ কুমার নাথ। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদের হাতে পুরষ্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বেলাল চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন