শচীনদেব বর্মণ: কিংবদন্তী কণ্ঠশিল্পী

| রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

‘নিশিথে যাইয়ো ফুলবনে, ‘তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল’, ‘তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি’, ‘বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁিশ’-এসব কালজয়ী গানের সুরস্রষ্টা আজকের আলোচ্য কিংবদন্তী কণ্ঠশিল্পী শচীনদেব বর্মণ। যিনি এসডি বর্মণ নামেই পরিচিত।
তিনি একাধারে জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসঙ্গীত শিল্পী। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি সার্থক। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। শচীনদেব বর্মণের জন্ম ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লায়। বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণ। শচীন দেব বর্মণ ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। শচীনদেব বর্মণ ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। তাঁর পড়ালেখার শুরুটাও হয়েছিল কুমিল্লাতেই। ১৯২০ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন তিনি। পরে ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ এবং বিএ সম্পন্ন করেন। ১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ- তে ভর্তি হন। শচীনের সংগীতের হাতেখড়ি বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মনের হাতেই। বাবা নবদ্বীপচন্দ্র ছিলেন একজন সেতারবাদক এবং ধ্রুপদী সঙ্গীতশিল্পী। ১৯৩১ সালে ত্রিপুরার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন। পিতার বিয়োগে ভেঙ্গে পড়েন শচীন। মূলত পিতার মৃত্যুর পর থেকেই সংগীত সাধনায় পুরো মনোনিবেশ করেন শচীন বর্মণ। ১৯২৫ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত কৃষ্ণচন্দ্র দে’র কাছে তিনি সঙ্গীতের প্রথাগত তালিম নেওয়া শুরু করেন। তারপর একে একে ভীষ্মদেব চট্টোপাধ্যায়, সারেঙ্গীবাদক বাদল খান, সরোদবাদক ওস্তাদ আলাউদ্দিন খানের কাছে সঙ্গীত ও বাদ্যযন্ত্রের শিক্ষা গ্রহণ করেছেন শচীন দেব। কুমিল্লায় থাকাকালীন কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। ১৯৪৪ সাল থেকে স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস করতে শুরু করেন। ১৯৩৪ সালে অল ইন্ডিয়ান মিউজিক কনফারেন্সে তিনি গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৩৫ সালে বেঙ্গল মিউজিক কনফারেন্সে ঠুমরি পেশ করে ওস্তাদ ফৈয়াজ খাঁকে মুগ্ধ করেছিলেন। ১৯৭৫ সালে প্যারালিটিক স্ট্রোক হয়ে কোমায় ছিলেন পাঁচ মাস। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধবৈদেশিক মুদ্রার আয় বাড়াতে হবে আমাদের