লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেপরোয়া গতির ট্রাক

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে বেপরোয়া গতির পাথর বোঝাই একটি ট্রাক। গতকাল বুধবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কঙবাজারমুখী পাথর বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পেঁৗঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর পরই ট্রাকচালক ঘটনাস্থল ত্যাগ করায় তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। উল্টে যাওয়া ট্রাকে থাকা পাথর সড়কের পাশে পড়ে ধানক্ষেতেরও ক্ষতি হয়েছে। ট্রাকটি চট্টগ্রামের পাথরঘাটা থেকে পাথর বোঝাই করে চকরিয়া যাচ্ছিল।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে আসা হয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধতবুও বাংলাদেশকে সতর্ক থাকতে হবে : বিশ্ব ব্যাংক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড পৌর কাউন্সিলর জসিমকে দায়িত্ব থেকে অব্যাহতি