লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ১২:৩৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের লোহারদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে উভয় বাসের প্রায় ৩০ জন কম-বেশী আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর তালগাছি এলাকার গোলজার প্রমাণিকের পুত্র চালক মো. আইয়ুব (৩৮), একই এলাকার ছাত্তার সরকারের পুত্র মো. লিটন সরকার (৩৮) ও পুরান টেবরী এলাকার মো. আমির হোসেন সরকারের পুত্র মো. মোশাররফ হোসেন (৩৪)। অন্যদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারমুখী আর.এস ট্রাভেলের পিকনিকের বাসের সাথে বিপরীতমুখী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আর.এস ট্রাভেলের চালক আইয়ুবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার পর সড়কের উভয় পাশে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। পরে দুর্ঘটনা কবলিত বাস দু’টি সরিয়ে নেয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আহত বাসযাত্রী মো. লিটন সরকার জানান, গত ২০ মার্চ শাহজাদপুর থেকে ৪২ জনের একটি টিম ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। গত সোমবার তারা পার্বত্য বান্দরবানে পৌঁছেন। সেখানে ঘোরাঘুরি করে মঙ্গলবার রাতে কক্সবাজারে উদ্দেশে রওয়ানা দেন। কক্সবাজারে তিন দিন থাকার কথা ছিল কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় পতিত হন তারা।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়ি ২টি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআট প্রতিষ্ঠানকে এক লাখ ৪৩ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধডান পা পঙ্গু, লাইসেন্স হালকার বদলিতে চালাচ্ছিলেন ট্রাকটি