লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

গাছে আটকে খাদ থেকে রক্ষা

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৫ মে, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের মিঠার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই বাসের চালক ও কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী শীতাতপ নিয়ন্ত্রিত হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালক ও কয়েকজন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় দুই বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হানিফ পরিবহনের বাস মহাসড়কের উপর পড়ে ছিল। অপরদিকে, শ্যামলী পরিবহনের বাসটি সড়কের পাশে গাছের সাথে আটকা পড়ে। ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়নি। এতে রক্ষা পেয়েছে শ্যামলী পরিবহনের বাসের যাত্রীরা।

দোহাজারী হাইওয়ে থানার এএসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনাস্থলে আহত অবস্থায় কাউকে পাওয়া যায়নি। বাসটি দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘অনিয়মে বন্ধ’ চট্টগ্রামের একটি ব্রোকারেজ হাউজ যা করল
পরবর্তী নিবন্ধভাতিজাকে ফাঁসাতে বাবার হাতে কন্যা শিশু খুন!