লোহাগাড়ায় জাপা নেতা হত্যায় উখিয়ায় রোহিঙ্গা যুবক গ্রেফতার

আজাদী অনলাইন | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৪:২৭ অপরাহ্ণ

লোহাগাড়ায় জাতীয় পার্টির (জাপা) নেতা আনোয়ার হোসেন হত্যায় অভিযুক্ত রোহিঙ্গা যুবক মোহাম্মাদ উল্লাহ ওরফে মাহমুদুল্লাহকে (১৯) গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের টিভি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম। বাংলানিউজ
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর দরবেশ হাটের সওদাগরপাড়া এলাকায় নিজের গরুর খামার থেকে লোহাগাড়া সদরের বটতলীর ভাড়া বাসায় ফেরার সময় নিখোঁজ হন আনোয়ার হোসেন। পরদিন সকালে তার ছোট ভাই সেলিম উদ্দিন লোহাগাড়া থানায় জিডি করেন। ২১ জানুয়ারি আনোয়ারের স্ত্রী নার্গিস আক্তার বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় অপহরণ মামলা করেন। তারপর গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে আনোয়ার হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন হত্যায় প্রধান অভিযুক্ত রোহিঙ্গা যুবক মাহমুদুল্লাহকে বৃহস্পতিবার রাতে কুতুপালং ক্যাম্পের টিভি টাওয়ার এলাকা গ্রেফতার করা হয়েছে।”
মাহমুদুল্লাহ জাপা নেতা আনোয়ার হোসেনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয় বলে জানান মুহাম্মদ রাশেদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধহালদায় নৌকার সরঞ্জাম জব্দ, ইঞ্জিন ধ্বংস