লোডশেডিং ও জনজীবন

আফরোজা সুলতানা | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

কয়েক দিন ধরে লোডশেডিং এর পরিমাণ খুব বেড়ে গেছে। লোডশেডিং আমাদের সকলের এক পরিচিত শব্দ। শহর, বন্দর, নগর এবং গ্রাম আধুনিকতার ছোঁয়ায় বিদ্যুৎ ব্যবস্থা ঘটানোর পাশাপাশি লোডশেডিং শব্দটিও জড়িত। লোডশেডিং হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ শক্তির সরবরাহের ঘাটতি বা বিঘ্ন ঘটা অপর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন এর অপরিকল্পিত বণ্টন এবং বিদ্যুৎ এর অপচয় রোধ করা। মানুষ যখন বিদ্যুৎগামী জীবন যাপনে অভ্যস্থ তখন লোডশেডিং একটি অভিশাপ স্বরূপ। বর্তমানে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং এর তীব্রতা। প্রতিদিন সকাল, দুপুর, রাত, মাঝরাতে বিদ্যুৎ আসে আর যায়। পুরো দিনে দশ ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। দিনে-রাতে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আমরা সাধারণ মানুষ এই লোডশেডিং এর কারণে না বুঝে বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তাদের ভুল বুঝে থাকি বা সরকারকে দায়ী করে থাকি। অথচ প্রকৌশলীদের ভাষ্যমতে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানীর দাম বেড়ে গেছে। তার ওপর অনেক দেশ থেকে নানান কারণে স্পষ্ট কোটেশনের মাধ্যমে এলএনজি আনা সম্ভব হচ্ছে না। যে কারণে গ্যাসের সংকট তৈরি হচ্ছে। এজন্য সরকারি পাওয়ার প্ল্যান্টগুলোতে গ্যাসের সরবরাহ কমে গেছে। বাধ্য হয়ে গ্যাস নির্ভর পাওয়ার প্ল্যান্ট এখন তাদের সরবরাহ বন্ধ রেখেছে। এতে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার কারণে সারাদেশে বিদ্যুৎ সংকট হচ্ছে এবং পরিমিত মাত্রায় লোডশেডিং হচ্ছে।
লোডশেডিং এর ফলে আমাদের জীবনযাত্রার খুব অসুবিধা ও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। লোডশেডিং এর অভিশাপ থেকে জনগণকে মুক্ত করতে হলে বিদ্যুৎ কর্তৃপক্ষসহ গ্রাহকদের এ বিষয়ে সচেতন হতে হবে। এবং বিদ্যুৎ এর সুষম বণ্টনসহ অপচয় রোধ করতে হবে। তাছাড়া বিকল্প পদ্ধতি সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। তবেই লোডশেডিং এর মতো মারাত্মক সমস্যা থেকে আমাদের মুক্তি সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধভুল সংশোধনের ক্ষেত্রে কাউকে যেন ভোগান্তিতে পড়তে না হয়
পরবর্তী নিবন্ধশংকায় ও আতঙ্কে আছি