ভুল সংশোধনের ক্ষেত্রে কাউকে যেন ভোগান্তিতে পড়তে না হয়

জোনাকী দত্ত | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

মানুষ মাত্রই ভুল করে। প্রিন্টিংয়েরও হয় অনেক ভুল। সেই ভুল আবার সংশোধনও করতে হয়। না হলে অনেক গুরুত্বপূর্ণ কাজে আটকে থাকতে হয়। সেই সংশোধন করতে গিয়ে মানুষকে পড়তে হয় নানা সমস্যায়। আমাদের জন্মনিবন্ধন থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষাবর্ষের সার্টিফিকেট সহ নানা কাগজপত্র যেমন জেএসসি বা এসএসসির প্রবেশপত্র, রেজিস্ট্রেশন ফরম, নাম্বার ফর্দ ইত্যাদিতে ভুল থাকলে তা সংশোধনের জন্য ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিভাবক বা শিক্ষার্থীকে দৌড়াতে হয়। যেমন শিক্ষা বোর্ড, কোর্ট বিল্ডিং, পত্রিকা অফিস ইত্যাদি। সেই কাগজপত্র আবার শিক্ষা প্রতিষ্ঠানকে এ্যাপ্রুভ করে দিতে হয়। তারপর সংশোধনের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেটা দশ মিনিটে করে দেয় তা আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠান দশদিনেও দেয় না। শিক্ষার্থী এবং অভিভাবককে নানা ভোগান্তিতে পড়তে হয়। জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে বারবার ভুলের জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তেমনি জাতীয় পরিচয়পত্রেও যদি কিছু ভুল থাকে তাহলে তা সংশোধন করতে অনেক সময় চলে যায়। এসব সংশোধন করতে গিয়ে টাকা খরচ তো হয়ই তার উপর নানা দুশ্চিন্তা আর ভোগান্তি। তাই যে কোনো কাগজপত্র সংশোধনের ক্ষেত্রে কাউকে যেন ভোগান্তিতে পড়তে না হয় এবং তা সঠিক সময়ে পাওয়া যায় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকদের ওপর হামলা বন্ধ করুন
পরবর্তী নিবন্ধলোডশেডিং ও জনজীবন