শংকায় ও আতঙ্কে আছি

মেহেরুন নেসা রশিদ | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

এ সুন্দর পৃথিবীর বুকে মানুষ হয়ে জন্মেছি শ্রেষ্ঠ প্রাণী রূপে, বিধাতার স্বরূপ চিনতে পারি বুঝতে পারি, ভালোবাসি তার এ সবুজ পৃথিবী। মানুষ মানুষের জন্য এ বিশ্বাস নিয়ে চলি মানবতায় বিশ্বাসী, বিধাতার অফুরান দান, শুকরিয়া আদায় করে ন্যায়নীতি বুঝে চলি। মানুষের তরে ভালোবাসায় হাত বাড়াই সৃষ্টির সেরা বলে, কৃতজ্ঞতা জানাই বিধাতাকে। মানুষ হয়ে জন্মেছি বলে, এবাদতে মশগুল থাকি, বুঝতে পারি ভাল ও মন্দ। মানুষ হয়ে জন্মেছি বলে, ফুলের ঘ্রাণ, পাখিদের কলতান, সবুজ বৃক্ষ ভালোবাসি, গান, কবিতা, ছড়া লিখতে পড়তে ভীষণ ভালোলাগে। ছন্দে মাতাল হই, আবৃত্তি করি মনের আরাধনায়, মানুষের কষ্ট বুকে বিধে। মানবতায় হাত প্রসারিত করি মায়া মমতায়। এ ভুবনের আলো বাতাস চন্দ্র প্রহর মুগ্ধ করে। শংকায় থাকি, কিছু মানুষ আর মানুষ নেই বলে, ওরা পশুকেও হার মানায়। ওরা হায়েনা হয়ে খুবলে খায় মানুষের রক্ত। ওরা রক্ত মাংসে গড়া মানুষ হয়েও নরপশু, ওদের জীবনের কোনো দাম নেই। ওরা হায়েনা, ওরা মানুষ না। ওরা ঘরে ঘরে অশান্তির ঝড় বইয়ে দেয়, মানুষের চেতনা, সুখ শান্তিকে কেড়ে নেয়। জীবনের স্বপ্নকে ভেঙে চুরে নিক্ষেপ করে সাগরে, দুর্বিষহ জীবন ওদের কাম্য। সত্যিকারের মানুষ কখনও দুস্বপ্ন চায়না। সত্যিকারের সুন্দর জীবন কেনো ওরা ভালোবাসে না? জানতে ইচ্ছে করে। মানুষের ঘরে কত অমানুষ জন্মায়, হায় মানুষ, তোরা কি ভাল মানুষ হতে পারিস না?
মানুষের রূপে হায়েনা আর কতকাল জন্মাবে এ পৃথিবীর বুকে মানুষের ঘরে? আমরা শংকায় আতঙ্কে দিন কাটাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রাখে, কে দেবে নিরাপত্তা? কে দেবে নিশ্চয়তা?

পূর্ববর্তী নিবন্ধলোডশেডিং ও জনজীবন
পরবর্তী নিবন্ধজাইমা নূর মুসলিম পর্দানশীন নারীদের এক ব্যতিক্রমী আইডল