লোকনাথ ব্রহ্মচারী আজীবন মানবতার জয়গান গেয়েছেন

চাক্তাইয়ে যুগপূর্তি উৎসবে বক্তারা

| সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

চাক্তাই লোকনাথ ধামের উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারীর ২৯২তম আবির্ভাব উৎসব ও ধামের যুগপূর্তি অনুষ্ঠান গত ৯ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। অজয়কৃষ্ণ দাশ মজুমদারের সভাপতিত্বে ও কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় ১ম দিবসের ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত। উদ্বোধক ছিলেন কৈবল্যধামের মোহন্ত কালীপদ ভট্টাচার্য।
প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বক্তব্য রাখেন মিলন কান্তি দাশ, সাধারন সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, দোলন মহাজন, আশুতোষ সরকার, স্বপন সাহা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, লোকনাথ ব্রহ্মচারী আজীবন মানবতার কল্যাণ সাধনের লক্ষ্যে কাজ করেছেন। বর্তমান ডিজিটাল যুগে এসে সন্তানদের অপসংস্কৃতির হাত থেকে বাঁচাতে লোকনাথ ব্রহ্মচারীর আদর্শে অভিভাবকদেরকে সন্তানদের উজ্জীবিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল অত্যাধুনিক ক্যাথ ল্যাব পরীক্ষামূলকভাবে চালু
পরবর্তী নিবন্ধআব্দুল মান্নান বিএইচবিএফসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক