মা ও শিশু হাসপাতাল অত্যাধুনিক ক্যাথ ল্যাব পরীক্ষামূলকভাবে চালু

| সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অত্যাধুনিক ক্যাথ ল্যাব গতকাল রোববার পরীক্ষামূলকভাবে চালু করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান আনুষ্ঠানিকভাবে ক্যাথ ল্যাবের উদ্বোধন করেন। এই উপলক্ষে ক্যাথ ল্যাব প্রাঙ্গণে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি সৈয়দ আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য মো. শহীদউল্লাহ, সদস্য খায়েজ আহমেদ ভূঁইয়া, এ এস এম জাফর, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তারেক ইকবাল, সহযোগী অধ্যাপক ডা. এস এম মুইজ্জুল আকবর চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন,আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ প্রমুখ। উল্লেখ্য, হাসপাতালের অন্যতম ডোনার মরহুম সৈয়দ মোহাম্মদ নূরুদ্দিনের একক অর্থায়নে হাসপাতালের এই অত্যাধুনিক ক্যাথ ল্যাবটি চালু করা হয়। বিশিষ্ট ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. আবু তারেক ইকবালের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাথ ল্যাব পরিচালিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালে ভাসিয়ে কাঠ পাচার ১শ পিস জব্দ, জরিমানা
পরবর্তী নিবন্ধলোকনাথ ব্রহ্মচারী আজীবন মানবতার জয়গান গেয়েছেন