খালে ভাসিয়ে কাঠ পাচার ১শ পিস জব্দ, জরিমানা

রাউজান প্রতিনিধি | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

রাউজানের সর্ত্তা খালের ঢলের পানিতে ভাসিয়ে আনা একশ পিস সেগুন ও গামারীর গোল কাঠ জব্দ করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল ১১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় বাঁশের ভেলায় করে আনা এ সব কাঠ জব্দ করা হয় নোয়াজিশপুর-গহিরা ইউনিয়ন সীমান্ত নয়াহাট এলাকার আকবর শাহ ব্রিজ সংলগ্ন খাল থেকে। খালে ভাসিয়ে কাঠ পাচারের খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার এসে অবৈধভাবে আনা কাঠগুলো জব্দ করেন। তিনি এ সময় কাঠে ভেলায় অবস্থানকারী এক ব্যক্তিকে কাঠ পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা কাঠ সমূহ রাউজান ঢালার মুখ বন বিট স্টেশন কর্মকর্তা আইয়ুব আলী মন্ডলের কাছে হস্তান্তর করেন। অভিযান পরিচালনাকালে প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার ও গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাঁশি উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী আদর্শ স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল অত্যাধুনিক ক্যাথ ল্যাব পরীক্ষামূলকভাবে চালু