বোয়ালখালী আদর্শ স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ

| সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

শিক্ষিত জাতি গঠনে সু-শিক্ষার বিকল্প নেই, আর একজন শিক্ষার্থীকে সু-শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে। সন্তানদের শুধু স্কুলে পাঠিয়ে দায়িত্ব শেষ করে দিলে হবেনা তাদের সবসময় যত্নও নিতে হবে, তাহলে আপনার সন্তান একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে। গত রবিবার বোয়ালখালী গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. শহিদুল ইসলামের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সেলিম উদ্দীনের সভাপতিত্বে ও শিক্ষক মৃত্যুঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, ইন্সট্রাক্টর মোহাম্মদ আব্দুল বাছেত, সহকারি শিক্ষা অফিসার শাহেদা বেগম, বিকাষ ধর, শারমিন আক্তার, শাহরিয়ার সুলতানা, কাঞ্চন কুমার দাশ, হামিদুল হক চৌধুরী, এম এস আলম, মো. আবদুল আলীম চৌধুরী, নজির আহম্মদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধখালে ভাসিয়ে কাঠ পাচার ১শ পিস জব্দ, জরিমানা