লায়ন্স চক্ষু হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস পালন

| শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে প্যাসিফিক আই কেয়ার সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেঙে তাহের উদ্দীন মেমোরিয়াল হলে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কোভিড-১৯, দৃষ্টিশক্তির গুরুত্ব এবং দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা বাড়াতে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন কামরুন মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুজাত পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. উৎপল সেন। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু এবং লায়ন মোহাম্মদ মনিরুল কবির।
এছাড়াও অনুষ্ঠানে চক্ষু বিশেষজ্ঞদের মধ্যে প্রখ্যাত অফ্‌থ্যালমোলজিস্ট অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, গ্লুকোমা বিশেষজ্ঞ ডা. এম এ ওয়াহেদ, উপ-পরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা, হাসপাতালের সিনিয়র কন্সালটেন্ট ডা. আলতাফ উদ্দিন খান, ডা. মোছাম্মৎ আফরোজা আক্তার, ডা. এস.এম. মিজানুল হক সহ হাসপাতালের জুনিয়র কন্সালটেন্ট ও মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের অগ্রদূত ছিলেন মনিরুজ্জামান ইসলামাবাদী
পরবর্তী নিবন্ধভারতবর্ষে সাহিত্যবিশারদ