লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের খতনা ক্যাম্প

| সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামস্থ পলি হাসপাতাল লি. এ লায়ন্স ক্লাব চিটাগাং মেট্রোপলিটনের উদ্যোগে বিনামূল্যে ২৫ জন গরীব শিশুকে সার্জারির মাধ্যমে খতনা করা হয়। সার্জারির নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জন ডা. লায়ন খুরশিদ এ সরওয়ার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। উপস্থিত ছিলেন পিডিজি লায়ন সিরাজুল হক আনসারী, ২য় জেলা ভাইস গভর্নর লায়ন এম মহিউদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী, গভর্নর এডভাইজর লায়ন মাহবুবুল হক খান, রিজিওন চেয়ারপার্সন লায়ন এস এম তারেক, লায়ন একেএমএ মুকিত, লায়ন জাহানারা বেগম, জোন চেয়ারপার্সন লায়ন মোর্শেদুল হক চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট লায়ন এম ফজলে করিম, সেক্রেটারি লায়ন কাঞ্চন মল্লিক, ট্রেজারার লায়ন মিজানুর রহমান, লায়ন আলমগীর হোসেন, চিটাগাং গার্মেন্টস মেশিনারি বিজেনসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন। লিও ডিস্ট্রিক ট্রেজারার লিও আলভি ইসমাঈল, লিও প্রেসিডেন্ট লিও হালিমা খাতুন আখি, লিও এস এম সাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজীবনমান উন্নয়নে প্রযুক্তি ও দক্ষতার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধপৃথিবীতে কেউ অপরিহার্য নয়…