লায়নিজম মানবিকতার পতাকা উড্ডীন করে চলেছে

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ফ্রি হেলথ ক্যাম্পে জেলা গভর্নর

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৭ পূর্বাহ্ণ

সেবাদানের মাধ্যমে বিশ্বব্যাপী সহমর্মিতা ও মানবিকতার পতাকা উড্ডীন করে চলেছে লায়ন্স ক্লাব। শত বছরের মানবিক ঐতিহ্যের পথে আমাদের আরো সাবলীল ও প্রাণোচ্ছল গতিময়তায় আমাদের শ্রদ্ধাভাজন পূর্বসূরিদের গৌরবোজ্জ্বল পদাঙ্ক অনুসরণ করে যেতে হবে। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের আয়োজনে ও সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রের সহযোগিতায় উত্তর কাট্টলীস্থ গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধনকালে লায়ন্স জেলা ৩১৫-বি ৪-এর গভর্নর ও সেকেন্ড সেঞ্চুরি এমবেসেডর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী এসব কথা বলেন। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে ও ক্লাবের সার্ভিস চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপার্সন ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিনের পরিচালনায় ফ্রি হেলথ ক্যাম্পে অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর সাবেক গভর্নর ও সিএলএফ-এর ভাইস চেয়ারম্যান কামরুন মালেক, সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রের সহ সভাপতি প্রফেসর ডা. আব্দুল আলিম ও ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন এস এম আশরাফুল আলম আরজু। লায়ন এম এ মালেক বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভাগ্যাহত ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের নিরন্তর সেবাদান করতে হবে। উদ্বোধনী সভায় বক্তব্য দেন, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন সিলভাস্টার বার্নাডেট, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার্স লায়ন তপন কান্তি দত্ত, লায়ন রাজিব সিনহা, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন স্বপন কুমার পালিত, ডিস্ট্রিক্ট ইয়ুথ ক্যাম্প অ্যান্ড এক্সচেঞ্জ চেয়ারপার্সন ও লিও ক্লাবস অ্যাডভাইজার লায়ন নিশাত ইমরান, জোন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, লায়ন আবদুর রব শাহীন, ক্লাব সেক্রেটারি লায়ন নাজমুল শাকের, জয়েন্ট সেক্রেটারি ডিজাইনার লায়ন ইসমাইল চৌধুরী, জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ আইয়ুব, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রেসিডেন্ট লিও ইরফান মোস্তফা, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও মোহাম্মদ ওমর ফারুক ও ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসা পরামর্শ প্রদান করেন-ডা. মেসবাহউদ্দিন তুহিন, ডা. রিজওয়ান নাসিব কাশেম, ডা. সুমন তালুকদার এবং চিটাগং লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চক্ষুপরীক্ষা, গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্যকর্মী ও লিও ক্লাব অব চিটাগং এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসী কেমব্রিয়ানের লিও নেতৃবৃন্দ ডায়াবেটিস পরীক্ষা প্রদান করেন। ডা. জুলির সৌজন্যে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্যবিতরণ, জেলা গভর্নর ও পিডিজিবৃন্দ গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সম্মুখভাগে ফুলের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। হেলথ ক্যাম্পে অংশ নেন, লিও মেহেদি হাসান নয়ন, লিও মো. জায়েদ হোসেন, লিও দীপ্ত দে, লিও অদিতি বড়ুয়া, লিও নাজমুল হোসেন আলেপ, লিও তাসফিয়া আকতার, লিও শেখ মুনতাসির মামুন, লিও বাঁধন ঘোষ, লিও নাজমুল হাসান, লিও মাহমুদুন নবী, লিও মাহফুজুর রহমান, লিও মাহমুদুন নবী, লিও কন্ঠ দাশ, লিও রামিসা বিনতে নাসির, লিও মো. জাহেদ, লিও আরমান খান মেহেদী, লিও সারওয়ার আলম সিয়াম, লিও আল মাহমুদ সাকিব, লিও শাকিলুর রহমান, লিও মোহাম্মদ সাখাওয়াত, লিও শাহ রিয়াজ উদ্দিন, লিও আল মাহমুদ সাকিব, লিও বিজয়, লিও সিয়াম উল্লাহ, লিও সীমান্ত বড়ুয়া, লিও তাইবুল ইসলাম, লিও তোহা, লিও সজিব, লিও সিফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্গাপূজা উপলক্ষে মনজুর আলমের বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধতিনটি মুসলিম রাষ্ট্র এবং তার নারীদের পোশাক